রক্তের দাগ মুছার আগেই আওয়ামী লীগ নেতা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী : ছাত্রদের প্রতিবাদে নির্বাচন স্থগিত
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2025/02/Screenshot_20250212_204513_Gallery-1.jpg?fit=800%2C445&ssl=1)
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সেশনের আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ নির্বাচন ছিল। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন ও প্রতিবাদ করলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করা হয়।
জানাযায়, নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবাদ করেন।
ছাত্রদের ভাষ্যমতে আওয়ামী লীগ নেতা এডভোকেট এ এস এম আজাদুর রহমান বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনে হামলার সাথে জড়িত ছিলেন। ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্তের দাগ মুছার আগে এই আওয়ামী লীগ নেতা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন