রবিদাস জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর গেজেটে অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

September 7, 2016,

স্টাফ রিপোর্টার॥ সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে বারবার উপেক্ষা করা হচ্ছে রবিদাসদের। ইদানিং রবিদাস জাতি আদিবাসী কিনা এ ব্যাপার নিয়ে ব্যপকভাবে আলোচনার ঝড় চলছে। এদেশের প্রাচীন জাতিসত্ত্বা সাঁওতালদের বিখ্যাত শ্লোক “হিহিড়ি-পিহিড়ি” এর ব্যাখ্যায় আছে যে, সাঁওতালরা তাদের নিজের মাতৃভূমিকে আর্যদের হাত থেকে রক্ষার সময় জঙ্গলে এই রবিদাস বা চর্মকার জাতির নিকট আশ্রয়লাভ করে। এবং তারাই রবিদাস জাতিকে প্রথম বন্য বলে মনে করত। এছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা (ওখঙ) সহ স্বীকৃত আদিবাসীর সকল সংজ্ঞানুসারে আদিবাসী হিসাবে বিবেচনার যে সকল বৈশিষ্ঠ্য আবশ্যিক তার প্রত্যেকটিই রবিদাস জাতির মধ্য বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রকাশিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত), আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কর্তৃক সুপারিশকৃত, সারা দেশের জেলা প্রশাসকদের প্রেরিত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর তালিকা, এশিয়াটিক সোসাইটির গবেষণা থেকে প্রাপ্ততথ্য,

dsc_0185 শিল্পকলা একাডেমীর ক্ষুদ্র-নৃগোষ্ঠী সেল কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র, জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত আদিবাসী সনদ, বিভিন্ন ধরনের জাতীয় প্রকাশনাসমূহ, জাতীয় আদিবাসী পরিষদ সহ বিভিন্ন আদিবাসী সংগঠন কর্তৃক প্রদানকৃত আদিবাসী সনদ ইত্যাদিতে রবিদাসদের আদিবাসী হিসেবে গন্য করা হয়েছে। আদিবাসী হতে এমন কোন বৈশিষ্ঠ্য অনুপস্থিত নেই যা রবিদাস জাতির মাঝে কমতি আছে। তবে কোন কারনে রবিদাস জাতিকে আদিবাসী হিসেবে গেজেটে অন্তর্ভূক্ত করা হবে না ?
২০১০ সালে চুড়ান্ত হওয়া “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০” এর তালিকায় আমাদেরকে রাখা হয়নি। পরবর্তীতে বাদপড়া আদিবাসীদের গেজেটভূক্তির নায্যদাবীর প্রেক্ষিতে সরকার আইনটি সংশোধন করার উদ্যোগ গ্রহন করেছে। আমরা এমন প্রশংসনীয় উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি রবিদাসদের এই সংশোধিত তালিকায় অন্তর্ভূক্তির জোর দাবী জানাচ্ছি প্রতিনিয়ত। সর্বশেষ আমরা খসড়া তালিকা থেকেও বাদ পড়েছি। চলমান সংশোধিত “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০” এর তালিকায় রবিদাস জাতিকে অন্তর্ভূক্তির ক্ষেত্রে আপনার/আপনাদের সকলের সার্বিক সহযোগীতা একান্তভাবে কাম্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মহলের নিকট আপনার নিকট আমাদের প্রত্যাশা অনেক। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা রবিদাস জাতিগোষ্ঠীর মানুষও সাধ্যমতো অংশীদার হতে চাই।
৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার চৌমুহনায় ”বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ”- এর কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের সকল জেলায় একযোগে মানববন্ধন, সমাবেশ এবং জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশে বক্তাগন উপরোক্ত বক্তব্যে এসব কথা বলেন ।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন ”বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ”- মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রানু রবিদাস।বক্তব্য রাখেন ”বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ”- এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহন রবিদাস। আরো বক্তব্য রাখেন বাচ্চু রবিদাস,শান্তিলাল রবিদাস,গোলাপ রবিদাস, মিঠাইলাল রবিদাস,সুনীল রবিদাস,দশরথ,সাধন রবিদাস, মানিক রবিদাস, ময়না রবিদাস,রিপন রবিদাসসহ ”বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ”- মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com