(ভিডিও সহ) রাঙামাটিতে পাহাড়ীদের বাড়িঘর পোড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

June 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ রাঙামাটির লংগদুতে পাহাড়ী নৃ-গোষ্ঠীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল সংগঠনসমূহ।
৩ জুন শনিবার বিকেল সাড়ে তিনটায় শহরের চৌমোহনা চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপত্বি করেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী।

ছাত্র ফ্রন্টের আহবায়ক মিটন দেবনাথের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক বিপাশা দাশগুপ্তা, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ ও ছাত্র মৈত্রীর মাহমুদ এইচ খান।
পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তারা বলেন, নাসির নগরের সংখ্যালঘু ও গাইবান্ধায় আদিবাসী সাঁওতালদের উপর যে বর্বর হামলা হয়েছিলো সেইসব ঘটনার বিচার না হওয়াই একই রকম ঘটনার পূনরাবৃত্তি ঘটছে। এটি একটি পরিকল্পিত ঘটনা উল্লেখ করে ঘটনায় জড়িত দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দাবী করেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com