রাজনগরের অফিসপাড়ায় বসবাসকারী সেই নারীর স্থান হলো সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে
কুলাউড়া অফিস॥ রাজনগর উপজেলার অফিস পাড়ায় বসবাসকারী সেই নারীর স্থান হলো সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে। উপজেলা নির্বাহী অফিসারের তৎপরতায় রাজনগর অ্যাম্বুলেন্সযোগে একজন এএসআইর তত্ত্বাবধানে ভবঘুরে সেই নারীকে গাজীপুরের পুবাইলে সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। বিভিন্ন পত্রপত্রিকায় ‘রাজনগরে অফিস পাড়ায় এক অজ্ঞাাত নারীর বসবাস?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে উপজেলা প্রশাসনের। রাজনগর উপজেলা উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, রাজনগরে বেশ কিছু দিন থেকে মানসিক প্রতিবন্ধী ওই নারী (৩২) ঘুরাঘুরি করছিলেন। নিয়মিত অনাহারে তার শরীরও হয়ে গিয়েছিল হাড্ডিসার। রাজনগর উপজেলা পরিষদের সামনে একটি দোকানের বারান্দায় আশ্রয় নেয়। উপজেলা সমাজসেবা অফিস পাশে থাকলেও এ নারীকে তারা এড়িয়েই চলে। পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তিনি ওই নারীর বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ১১ জানুয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে ওইদিনই উপজেলা সমাজসেবা অফিস এ নারীকে গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে প্রেরণের জন্য মৌলভীবাজার সুপারের কাছে একজন পুলিশ প্রদানের জন্য চিঠি দেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে রাজনগর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। অবশেষে সকল প্রক্রিয়া সম্পন্ন করে অ্যাম্বুলেন্সযোগে ওই নারীকে ঢাকার গাজীপুরের পুবাইল সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
মন্তব্য করুন