রাজনগরের কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

February 21, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে মহান আন্তর্জাতিক মাতৃভষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ভোরে স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।

পরে স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও কান্দিগাঁও গ্রামের কৃতি সন্তান জিলাল উদ্দিন আহমেদ।

স্কুলের শিক্ষক আল মাহমুদ রকিবের সঞ্চালনায় বক্তব্য দেন স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য মাওলানা মুজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর নূর,  সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, উপস্থিত ছিলেন সাংবাদিক আউয়াল কালাম বেগ, শাহীন আহমেদ, স্থানীয় মেম্বার ওলি আহমেদ, বাতির মিয়া, ছাতির মিয়া, মাওলানা রেজাউল করিম প্রমুখ।

পরে লন্ডন প্রবাসী ছাতির মিয়া অর্থায়নে ৬ লাখ টাকা মুল্যের শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অতিথিরা। উল্যখ্য, ইতিমধ্যে মুফাজ্জল হোসেনের দেয়া  ৩ লাখ টাকার অর্থায়নে মোজাহিদ ভবন, সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে মতিন মন্নান ভবন ও হাফিজ আলী ১ লাখ টাকা মূল্যের একটি নির্মাণ করে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com