রাজনগরের কামারচাকে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা

May 6, 2023,

সালেহ আহমদ সলিপক॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তেঘড়ি গ্রামের চাঞ্চল্যকর নাজমুল হত্যার মামলার আসামী আব্দুল খালিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ পাওয়া গেছে।

তার নির্যাতন থেকে আপন মা ও ভাইয়েরা রক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। বৃদ্ধ মাকে করছেন নির্যাতন, ভাইদের চলাচলের রাস্তা করে রেখেছেন বন্ধ। এলাকার কেউ তার ভয়ে কোন প্রতিবাদ করেন না। তার উপর রয়েছে মা ভাইদের মামলা ও অপর একটি চাঞ্চল্যকর হত্যার মামলা সহ অসংখ্য মামলা।

ইদানিং তাদের বসত ঘরের পূর্ব ও পশ্চিমের গেইটে তালা মেরে মা ভাইদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে বাড়ি থেকে গবাদিপশু সহ মানুষ চলাচলে মারাতœক সমস্যার সৃষ্টি হচ্ছে। এব্যাপারে আদালতে মামলা হলে তা তদন্তাধিন আছে।

অভিযুক্ত আব্দুল খালিকের মা নুরজান বিবি (৮৬) বলেন, আমার ৬ ছেলের মধ্যে আব্দুল খালিক খারাপ রাস্তায় চলে গেছে। সে একটি খুনের সাথে জড়িয়ে পড়ে। এলাকার গন্যমান্য ব্যক্তিদের কথাবার্তা শুনেনা। আমার আরো ৫ ছেলের মো: আব্দুল হক, আনিছুর রহমান, মাসুকুর রহমান, মানিক মিয়া, আতাউর রহমান সাথে তুচ্ছ বিষয় ও জমিজমা নিয়ে সব সময় ঝগড়া বিবাদ করে।

এমনকি কিছুদিন পূর্বে তাদেরকে মারধর করে মারাত্মকভাবে আহত করেছিল। এব্যাপারে আদালতে মামলা হলে সে জেলে যায়। এক সময় তার স্ত্রী রেবা বেগম ও সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আদালতে মামলা দেওয়ার পর জেল খেটে মুসলেকা দিয়ে বাহির হয়ে স্থানীয় মুরব্বিয়ানের মাধ্যমে বিষয়টি শেষ হয়।

বর্তমানে সে বাড়ির গেইটে তালা মেরে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। যার ফলে আমরা নিজেরা, এমনকি গরু বাছুরও বাড়ি থেকে বাহির করতে পারছিনা। আমার ফলের গাছ থেকে ফল পাড়ে কিন্তু আমাকে একটি ফলও খেতে দেয় না। আমি বসে বসে দেখি। কোনো প্রতিবাদ করতে পারিনা। আমরা তার নির্যাতনে নিরাপত্তাহীনতায় আছি।

এব্যাপারে অভিযুক্ত আব্দুল খালিক বলেন, আমি প্রবাসে থেকে রুজি করে জমি ক্রয় করেছি। এই জমির সঠিক অংশ আমাকে ভাইয়েরা দিচ্ছেনা। মাকে নির্যাতনের বিষয়ে বলেন, মা ওদের পক্ষপাতিত্ব করেন। তাই মায়ের সাথে মাঝে মধ্যে ঝগড়া হয়।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৪ ৯৫ ৯৬ সালে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানেননি আব্দুল আউয়াল মিন্টু

 

চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব

আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com