রাজনগরের কামারচাক ইউপি নির্বাচনে আতাউর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত
শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আতাউর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত। এই ইউনিয়নে তার প্রতিদ্বন্ধি আরো ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এবং একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বলে উপজেলা নির্বাচন অফিস জানায়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে নৌকা প্রতীক চেয়ে ২ জন সহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে মোঃ আতাউর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বহাল রেখে বর্তমান চেয়ারম্যান মোঃ নজমুল হক সেলিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী খান। পরবর্তীতে মোঃ নজমুল হক সেলিম নৌকা প্রতীক সহ তার মনোনয়ন বহালের দাবি করে আপিল করলে গত ৫ ডিসেম্বর আপীলের শুনানী শেষে মোঃ নজমুল হক সেলিমের আবেদন না-মঞ্জুর করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ আতাউর রহমান সহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। মোঃ নজমুল হক সেলিমের আপিল আবেদন খারিজ হওয়ায় বৈধ প্রার্থী ছিলেন ৪ জন। বিগত ৬ ডিসেম্বর সোমবার মনোনয়ন প্রত্যাহারের দিনে আতাউর রহমান ছাড়া বাকী ৩ প্রার্থী জিয়াউর রহমান জিয়া, মান্না ছালামত, মো. ইনছান মিয়া প্রার্থীতা প্রত্যাহার করলে ওই ইউনিয়নে আতাউর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, রাজনগরের কামারচাক ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এক জনের আপীল আবেদন খারিজ হওয়ায় বাকী ৪ জন প্রার্থীর প্রতিদ্বন্ধিতা করার কথা ছিল। কিন্তু প্রত্যাহারের দিন ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে আতাউর রহমান একমাত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
মন্তব্য করুন