রাজনগরের জাসদ নেতা বাবর চৌধুরীর বাবা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ধার্মিক, রইছ চৌধুরী আর নেই

September 4, 2017,

মোস্তাক চৌধুরী॥ মৌলভীবাজার জেলা জাসদের অন্যতম নেতা জহির উদ্দিন চৌধুরী বাবরের পিতা রাজনগর উপজেলার আশ্রাকাপন নিবাসী চৌধুরী পরিবারের অন্যতম শ্রদ্ধাভাজন, ধার্মিক প্রবীন ব্যক্তিত্ব রইছ উদ্দিন চৌধুরী গত রবিবার রাতে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকার সময় মরহুমের নামাজে জানাজায় তিনির বাড়ীতে উপচেপড়া মানুষের ভীড় ছিল, এ প্রবীন ধার্মীক সমাজসেবী ব্যক্তিকে একনজর শেষদেখা, দেখার জন্য মুসল্লিদের ছটফট করতে দেখা গেছে।
উক্ত মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ৯০এর স্বৈরাচার সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অন্যতম প্রবক্তা, জেলা জাসদ সাধারণ সম্পাদক হাজী নাজিম উদ্দিন নজরুল, রাজনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত রাজনগর উপজেলা জাসদ সভাপতি হুমায়ূন কবীর ময়ূন, সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, জাসদ নেতা নাজমূল হোসেন চৌধুরী মওলুদ, সায়েস্তা মিয়া, আনোয়ার হোসেন দুলাল ও যুবজোট নেতা সমীর কান্তিদেব, সুজিত এছাড়া আওয়ামীলীগ, জাসদ, বি,এন,পি, জাতীয় পার্টির নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রি হাসানুল হক ইনু, সাধারন সম্পাদক শিরিন আক্তার, প্রয়াত সমাজকল্যান মন্ত্রি সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি রাজনগর মৌলভীবাজার আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতা ও কমিউনিটি লিডার সাবেক ব্রিটেনের কাউন্সিলার ও (সিআইপি) এম এ রহিম। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সম্মত পরিবারের প্রতি গবীর সমবেদনা প্রকাশ করেন। সর্বজন শ্রদ্ধেয় মরহুমের মৃত্যুকালে ৬ ছেলে তিন মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তিনির বয়স ছিল ৮৬ বৎসর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com