রাজনগরের জোড়াপুরে সরিষা প্রদর্শনী উপর মাঠ দিবস অনুষ্ঠিত
আউয়াল কালাম বেগ॥ রাজনগরের জোড়াপুর গ্রামে ১৮ জানুয়ারি সোমবার / রবি২০২০- ২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর উপর “মাঠ দিবস” অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সফল সরিষা চাষি ও এলাকার প্রান্তিক কৃষক এবং বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের সামছুদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনেআরা তালুকদার, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ। বক্তব্য রাখেন সফল সরিষা চাষি জিয়াউর রহমান।
উল্লেখ্য বন্যা ও নানা প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে বেঁচে থাকা কুশিয়ারা নদীর পারের এক অবহেলিত জনপদের নাম জোড়াপুর গ্রাম। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় মৌসুমী চাষিরা রবি চাষ করে ঘুরে দাড়ানোর চেষ্টায় বিভিন্ন জাতের সবজির পাশাপাশি সরিষা চাষে মনযোগী হয়েছেন।
এই গ্রামের জিয়াউর রহমান ৯ বিঘা জমিতে সরিষার চাষ করে আলোচনায় এসেছেন। এখানকার মাটি রবি শষ্য উৎপাদনের উপযোগী হলেও নানা সমস্যায় জর্জরিত এই ভাটি এলাকার মানুষ। জোড়া পুর রাস্তা মেরামত ও রাস্তার উপর ব্রীজ, কালবার্ট নির্মানের দাবি দীর্ঘ দিন ধরে উপেক্ষিত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, সদস্য আহমদউর রহমান ইমরান, সৈয়দ ফুয়াদ হোসেন ও রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক আকতার হোসেন সাগর প্রমখ।
মন্তব্য করুন