রাজনগরের তারা পাশা বিষ্ণুপদ ধামে বিশ্ব শান্তিকল্পে ৭দিন ধর্মীয় উৎসবের উদ্বোধন
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের রাজনগর তারাপাশায় পূণ্যতীর্থ বিষ্ণুপদ ধামে শুরু হয়েছে বিশ^ শান্তিকল্পে শ্রীশ্রী গীতা হোম যজ্ঞ, পিতৃতর্পন ও ৪০ প্রহরের নামযজ্ঞসহ ৭ দিন ব্যাপী ৩৮তম বার্ষিক উৎসব।
১৫ মার্চ মঙ্গলবার ভোর থেকে সনাতন ধর্মালম্বীদের প্রয়াত পূর্ব পুরষের আত্মার শান্তিকামনার্থে পিন্ডদান, পিতৃতর্পন এর মধ্যদিয়ে উৎসবের শুরু হয়।
দুপুরে অনুষ্ঠিত হয় করোনার দুর্যোগ থেকে বিশ্ব পরিমন্ডলকে মুক্তিদানসহ জগতের সকল জরা দূর করে ভগবান বিষ্ণু যেন পৃথিবীতে শান্তি বর্ষিত করেন সে লক্ষ্যে বিশেষ গীতা হোম যজ্ঞ।
এ বিশেষ গীতাযজ্ঞে দেশের বিভিন্ন এলাকাথেকে পুরহিতরা অংশনেন। এর প্রধান পুরহিত্য করেন চট্টগ্রাম সীতাকুন্ড ধামের শ্রীমৎ বিশ^জিৎ চৈতন্য ব্রম্মচারী মহারাজ।
আয়োজক কমিটির সদস্য রুদ্রজিৎ দে জানান, এখানেই ভগবান শ্রী বিষ্ণুর পদ চিহ্ন সংরক্ষিত রয়েছে। সনাতন ধর্মালম্বীরা ভারতে কাশী ও গয়া র্তীথে গিয়ে তাদের পূর্ব পুরুষের উদ্দেশ্যে পিন্ডদান করেন।
এখন এখানেই ভগবান শ্রী বিষ্ণুর পদ চিহ্ন সংরক্ষিত মন্দিরের পাশেই পিন্ড দানের ব্যবস্থা করা হয়েছে। অনেক ভক্ত এখানেই পিন্ড দান করেন।
মন্তব্য করুন