রাজনগরের পঙ্গু ও অসচ্ছল মানুষদের বিভিন্ন সামগ্রী সহায়তা
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ফতেপুরে পঙ্গু-অসচ্ছল বয়স্ক মানুষদের মধ্যে হুইল চেয়ার,গরীব নারীদের সেলাই মেশিন এবং কৃষি সমিতিকে কৃষি কাজে সহায়তায় সেচ পাম্প বিতরন করেছে ফতেপুর ইউনিয়ন পরিষদ।
২০১৬ সালে নির্বাচিত ফতেপুর ইউনিয়ন পরিষদের বর্ষপূতি উদযাপন উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে এসব সামগ্রী বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান নকুল চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, পাঁচগাও ইউনিয়ন চেয়ারম্যান শামসুন নূর আহমদ, মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান মিলন
বখত,মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান ছালেক মিয়া। এছাড়াও ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যত্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পঙ্গু-অসচ্ছল ও গরীব নারী-পুরুষদের মধ্যে ৩৬টি হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়া কৃষি কাজে উৎসাহ ও সহযোগীতার লক্ষে ৪টি কৃষি সমিতিকে ৪টি সেচ পাম্প দেওয়া হয়েছে। আর এসব সামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা পরিষদ, আল খায়ের ফাউন্ডেশন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ,ইউকে প্রবাসী মনা মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন,আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ফতেপুর ইউনিয়ন পরিষদ এক বছর ধরে চেয়ারম্যান নকুল দাশের নেতৃত্বে এলাকার মানুষের কল্যানে কাজ করছে। কাউয়াদীঘি হাওড় বেষ্টিত অবহেলিত এই ইউনিয়ন বর্তমান পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমের ফলে মডেল ইউনিয়নে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
মন্তব্য করুন