রাজনগরের ফ্রান্স ও দুবাই প্রবাসীদের সাথে ‘হৃদয়ে রাজনগর’ সংস্থার মতবিনিময়
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ২০১৬ সালের এপ্রিল মাসে প্রতিষ্টিত হয় ‘হৃদয়ে রাজনগর’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংস্থা। প্রতিষ্টার পর থেকে সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে আসছে এই সংস্থা। সংস্থার প্রধান কাজ হিসেবে শুরু হয় কন্যাদায়গ্রস্ত ,দুস্থ , বন্যার্ত, অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে। তারি ধারাবাহিকতায় সংস্থার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে রাজনগরের ফ্রান্স ও দুবাই প্রবাসীদের সাথে মতবিনিময় করেন সংস্থার প্রতিষ্টাতা এডমিন লন্ডন প্রবাসী জুনেদ আহমদ শিপু। ৩ ডিসেম্বর ফ্রান্স ও ১১ ডিসেম্বর দুবাইয়ে স্থানীয় রেস্টুডেন্টে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উভয় সভায় রাজনগরের বিভিন্ন এলাকার সংস্থার নতুন, পুরাতন প্রবাসী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নানান বিষয়ে সংস্থার বিস্তারিত আলোচনা করেন এডমিন জুনেদ আহমদ শিপু। সভায় নতুন সদস্যরা সংস্থার সদস্য হতে আগ্রহী হন এবং সংস্থার সামাজিক কাজকে স্বাগত জানিয়ে যার যার মতামত প্রদান করেন।
সংস্থার দেশিয় প্রতিনিধিরা জানান, হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার দেশি- প্রবাসী প্রায় দু’শ সদস্য রয়েছেন। সম্প্রতি সংস্থার এডমিন ফ্রান্স ও দুবাই ভ্রমন করেছেন এবং রাজনগরের প্রবাসীদের সাথে সংস্থার নানান বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সংস্থার এডমিন ফোনে জানান, ফ্রান্স ও দুবাইয়ে খুব সুন্দর ভাবে মতবিনিময় সভা করেছি। রাজনগরের অনেক প্রবাসীরা সংস্থার সদস্য হয়েছেন। ‘হৃদয়ে রাজনগর’ সামাজিক সংস্থা রাজনগরের কল্যাণে কাজ করে যাবে, সেই স্বপ্ন কে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
মন্তব্য করুন