রাজনগরের বন্যা পরিস্থিতির উন্নতি দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ পানিবাহিত রোগের আশংখা

June 6, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগটন বা ব্যাক্তিগত উদ্যোগে দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।  কয়েক দিনের টানা বর্ষনে উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে এব মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।

ফলে ৪ জুন রবিবার ভোর রাতে  মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে  টেংরা ও কামারচাক ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পরেছেন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। গতকাল বন্যা দুর্গতদের মাঝে সরকারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। স্থানীয়রা জানান পানি এখন কমতে শুরু করেছে। তবে তারা পানিবাহীত রোগ দেখা দিতে পারে তারা আশংখা করেছেন।

বন্যা কবলিত এলাকা সরেজমনিনে দেখা গেছে বেশ কিছু এলাকার উচৃঁ জায়গা থেকে বন্যার পানি সরে গেছে। কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ বলে এলাকার মানুষ নিয়ে বাধ রক্ষায় অনেক চেষ্টা করেছি  রাত ১০ টার দিকে  মনু প্রতিরক্ষা বাঁেধভাঙ্গন দেখা দেয় এ সময় প্রবল বেগে পানি প্রবেশ করে আশপাশের গ্রাম কোনাগাও, চাটিকোনাগাঁও, মুর্তিকোনা, মশাজান, ভোলানগর, মিটিপুর, দস্তিদারের চক, ইসলামপুর ও খাসপ্রেমনগর, প্রেমনগর, মেলাগড়, শান্তকুল, পঞ্চানন্দপুর, একাসন্তোষ, মৌলভীরচক, হাটিকরাইয়া, তেঘরি গ্রাম সহ পুরো ইউনিয়নে। টেংরা ইউনিয়ন উজিরপুর প্রামের স্কুল চাত্রী শাহিনা বেগম(১৪) জানায় রাত আটায় উজিরপুরের বাতির মিয়া ও লয়েছ মিয়ার বাড়ির সামনে মনু বাধে ভাঙ্গন দেখা দেয় এতে প্রবল বেগে পানি প্রবেশ করে এতে উজিরপুর একামধু,কান্দিরকুল, হরপিাশা , কোনাগাও সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে  মনু নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হলে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কে বারবার তা মেরামতের আবেদন জানালে পাউবো কর্তৃপক্ষ বিষয়টি একেবারেই আমলে নেয়নি । জেলা প্রশাসকের বরাদ্ধকৃত ত্রান সামগ্রী মঙ্গলবার  রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্গতদের মাঝে বিতরন করেছেন। ত্রানের মধ্যে রয়েছে নগদ ২০ হাজার টাকা ও ৫ মেঃ টন চাল।  কামারচাক ইউপি সদস্য জিয়াউর রহমান ব্যাক্তি গত তহবিল থেকে বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। আমেরিকা প্রবাসী আরজান খান জাপান (সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৬ নং টেংরা ইউনয়িন।)মঙ্গলবার একামধু সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে ও অন্যান্য এলাকায় ১৩০টি দুর্গত পরিবারের  মাঝে শোকনা খাবার ও তেল ডাল, চাল চিনি  ও নগদ টাকা বিতরন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com