রাজনগরের মহলাল ধনীউড়ি ইউনাইটেড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

December 30, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের “মহলাল ধনীউড়ি ইউনাইটেড ফাউন্ডেশন (ইউ.কে)” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা রাতে স্থানীয় নছির আহমদের বাড়িতে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। নছির আহমদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের স্থানীয় সদস্য আব্দুল আজিজ সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী পংকি মিয়া, আব্দুল আজিজ নানু, সৈয়দ ইসকন্দর আলী, ইউসুফ মিয়া, সৈয়দ পারভেজ আলী, সৈয়দ নোমান আলী, ফাউন্ডেশনের স্থানীয় সদস্য মাওলানা সোলেমান হোসেন, তোফাজ্জল হোসেন অপু, জাহাঙ্গীর আলম, সৈয়দ জাবের আলী, রেহাদুল করিম,  উসমান গনি পল্লব, জাহাঙ্গীর আহমদ, হিমু আহমদ, আহমদউর রহমান ইমরান, রাহি আহমদ, জুয়েল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ ময়নু আলী, রজাক মিয়া,  মুত্তাকিন মিয়া, জামাল আহমদ,  ফাউন্ডেশনের  স্থানীয় সদস্য লেমন আহমদ, সৈয়দ মাছুম আলী,  শহিদ আলী, কামরুল আহমদ, মাছুম আহমদ, মিছবাহুর রহমান, ইমন আহমদ, মুহিব আলী প্রমুখ। এরআগে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল জালালাবাদ ব্রিক্স ফিল্ডের পাশে জুমার নামাজের পর ফাউন্ডেশনের বাংলাদেশ কার্যালয় উদ্ধোধন করা হয়। বিনা ভাড়ায় অফিসটি ব্রিক্স ফিল্ডের মালিক হুমায়ূন কবির ব্যবহারের জন্য ফাউন্ডেশনকে দেন তিনি।

উল্লেখ্য যে, মহলাল ধনিউড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ, কন্যাদায়গ্রস্ত, কাপড়, খাদ্য সামগ্রী বিতরণসহ  গ্রামের উন্নয়নে অনেক কাজ করছে। গ্রামের গরিব-দুঃখি মানুষের পাশে দাড়ানোর জন্য এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com