রাজনগরের মহলাল-মনসুরনগর রাস্থা খানাখন্দে বেহাল দশা : প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা

June 21, 2017,

শংকর দুলাল দেব॥ রাজনগরের মহলাল-মনসুরনগর রাস্থা খানাখন্দে বেহাল দশা। ফলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। রাস্থাটির অবস্থা এতটাই খারাপ যেন দেখার কেউ নেই। জনবহুল এ রাস্থাটি দীঘদির্ন ধরে সংস্কার না করায় বর্তমানে তা একেবারেই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। পুরো রাস্থা জুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্ঠি হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। তবে রাজনগর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে রাস্থাটির সংস্কারের চেষ্টা চলছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে শীঘ্রই রাস্থার সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানাযায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল-চৌধূরীবাজার-মনসুরনগর হয়ে রাজনগরের মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্থাটি দীর্ঘদিন যাবৎ কোন সংস্কার কাজ না করায় রাস্থাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। পুরো রাস্থা জুড়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী, মটর শ্রমিক, রিক্সা শ্রমিক সহ শ্রমজীবি মানুষজন এ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্থাটি সংস্কার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিপাকে পড়েছেন এলাকার লোকজন। খানাখন্দে ভরা এ রাস্থার এখন বেহাল অবস্থা। রাস্থাটির কার্পেটিং উঠে গিয়ে মাঠি বের হয়ে পুরো রাস্থা জুড়ে বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। বৃষ্টির সময়ে এবং রাতের বেলায় রিক্সা, মোটরসাইকেল ও গাড়ির যাত্রী এবং মালামালবাহী গাড়ি গুলো গর্তের গভীরতা বুঝে ওঠার আগেই দুর্ঘটনায় পতিত হচ্ছেন। চলাচলের অনুপযোগি এসব রাস্থায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। জন গুরুত্বপূর্ণ এ রাস্থাটি সংস্কার না করার কারণে এলাকার ব্যবসায়ী, স্বাস্থ্যসেবা গ্রহিতা মহিলা, শিশু, বৃদ্ধ সহ স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরাও পড়েছে চরম বিপাকে। তবে রাজনগর প্রকৌশল অফিস জানায়, বিগত অর্থবছরে রাজনগরে বেশ কিছু গ্রামীন রাস্থা সংস্কার করা হয়েছে। মহলাল-চৌধূরীবাজার হয়ে রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্থাটি ‘ঝুমকি এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠান সংস্কার করার জন্য কাজটি পেয়েছে। জুন মাসের শেষের দিকে রাস্থাটির সংস্কার কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন জানান, বিগত অর্থবছরে যে রাস্থা গুলোর টেন্ডার হয়েছিল তার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে তবে এ গুরুত্বপূর্ণ রাস্থাটির টেন্ডার ও ওয়ার্ক অর্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শীর্ঘই রাস্থাটির সংস্কার কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com