রাজনগরের ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু চৌধুরী ও মৎস্য কর্মকর্তা ফণি ভূষণ দেবের নেতৃত্বে কাওয়াদীঘি হাওরের বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত কারেন্ট জাল ব্যবহারকারী মো. আল-আমিন ও রাহিন মিয়া নামে দুই জেলেকে ২ হাজার টাকা জরিমান করে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পেট্রল ঢেলে পুড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী, কৃষি কর্মকর্তা শেখ মো. আজিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা ফনি ভূষন দেব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াদিঘি হাওরে ভ্রাম্যমান আদালত চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় কারেন্ট জাল ব্যবহারকারী দুই জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন