রাজনগরের ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হলেন
শংকর দুলাল দেব॥ ৭মে চতূর্থ ধাপে রাজনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে গ্রহনের জন্য প্রশাসনিক তৎপরতা ছিল ব্যাপক। এবারের নির্বাচনে রাজনগরের ৮ ইউনিয়নে মোট ৩২জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ৮জন এবং বিএনপি’র বিদ্রোহী ১জন। নির্বাচনের বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের- ৪, আওয়ামীলীগ বিদ্রোহী-৩ এবং স্বতন্ত্র-১ প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজনগর উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত বেসরকারী ফলাফল অনুযায়ী রাজনগরের ৮ ইউনিয়নে নির্বাচিতরা হলেন- ১নং ফতেহপুর ইউনিয়নে নকুল চন্দ্র দাস (আওয়ামীলীগ-৪৯২৬ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আমীর আলী (বিএনপি বিদ্রোহী-৩৭২৪ ভোট)। ২নং উত্তরভাগ ইউনিয়নে শাহ শাহিদুজ্জামান ছালিক (আওয়ামী বিদ্রোহী-৯২৫২ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী জিতু মিয়া (বিএনপি-৪৮৪৯ ভোট)। ৩নং মুন্সিবাজার ইউনিয়নে ছালেক আহমদ (আওয়ামীলীগ-৮০৫৩ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আশিকুর রহমান (বিএনপি-৩৯৪০ ভোট)। ৪নং পাঁচগাঁও ইউনিয়নে শামছুন নুর আহমদ আজাদ (আওয়ামী বিদ্রোহী-৪৬৫২ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী মিহির কান্তি দাস মঞ্জ (আওয়ামীলীগ-৪১০৯ ভোট)। ৫নং রাজনগর সদর ইউনিয়নে দেওয়ান খয়রুল মজিদ ছালেক (স্বতন্ত্র-৫৮৩৩ ভোট) নিকটতম প্রতিদ্বন্ধী জুবের আহমদ চৌধুরী ( বিএনপি-৪৯২৪ ভোট)। ৬নং টেংরা ইউনিয়নে মোঃ টিপু খান (আওয়ামী বিদ্রোহী-৯৬০৭ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল কাদির মোত্তালিব (আওয়ামীলীগ-২৮৬৬ ভোট)। ৭নং কামারচাক ইউনিয়নে নজমুল হক সেলিম (আওয়ামীলীগ-৬৭৮৭ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী মো. আতাউর রহমান সোহেল (আওয়ামী বিদ্রোহী-২৬৬২ ভোট)। এবং ৮নং মনসুরনগর ইউনিয়নে মোঃ মিলন বখত (আওয়ামীলীগ-৫৭১১ ভোট), নিকটতম প্রতিদ্বন্ধী সাদিকুর রহমান (আওয়ামী বিদ্রোহী-৩৫৪০ ভোট)।
মন্তব্য করুন