রাজনগরের ৮ ইউপিতে নৌকা পেলেন যারা

November 24, 2021,

শংকর দুলাল দেব॥ রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- ১নং ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. বখতিয়ার উদ্দিন আসুক, ২নং উত্তরভাগ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা সোহেল আলম, ৩নং মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সালেক মিয়া, ৪নং পাঁচগাঁও ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা, ৫নং রাজনগর ইউনিয়নে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম সোহেল, ৬নং টেংরা ইউনিয়নে জেলা যুবলীগের সদস্য মাহমুদ উদ্দিন, ৭নং কামারচাক ইউনিয়নে মোঃ আতউর রহমান, ৮নং মনসুরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত্।
দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান রাজনগরের ৮টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান। পরে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন পত্র বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর পরিবর্তীত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com