রাজনগরে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রবাসীর মৃত্যু
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সৈয়দ মিন্নত আলী (৫৫) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে ১৫ আগষ্ট মঙ্গলবার বিকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী ১৮ আগস্ট তার দুবাই ফেরার কথা ছিল।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানাযায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের সৈয়দ ওসমান আলীর ছেলে দুবাই প্রবাসী সৈয়দ মিন্নত আলী (৫৫) ১২ আগষ্ট শনিবার দুপুরে নিজের কিছু স্বর্ণ বিক্রি করার জন্য মৌলভীবাজার শহরে গিয়েছিলেন। বিকালে বাড়ি ফেরার জন্য মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্টেন্ড থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ রোডের বাসে ওঠেন। এ সময় বিভিন্ন চেইন, পাথর ও খাদ্যদ্রব্য বিক্রির জন্য এক ফেরিওয়ালা বাসে ওঠে। ওই ফেরিওয়ালার খাদ্য দ্রব্য খেয়ে তিনি অচেতন হয়ে পড়লে বাসটি তাকে নিয়ে মুন্সিবাজার থেকে ফেঞ্চুগঞ্জ চলে যায়। গাড়ির সকল যাত্রী নেমে গেলেও তিনি গাড়িতেই থেকে যান। গাড়িটি ফেরার পথে সুনাটিকি গ্রামের দুই ব্যক্তি তাকে দেখতে পেয়ে মুন্সিবাজার নিয়ে আসেন। মুন্সিবাজারে তার ভাই কাজি সৈয়দ লুৎফুর রহমান দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৪ আগষ্ট সোমবার বিকালে মৃত্যু বরণ করেন। ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন