রাজনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার একজন আটক

May 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অন্তেহরি উচ্চ বিদ্যালয়ের অপহুত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ।
২১ মে রোববার রাতে তাদেরকে তারাপাশা গ্রাম এলাকা থেকে ঢাকা যাওয়ার পথে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
২২ মে সোমবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ও অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অহপরণ ও ধর্ষণ মামলা করেছেন।
পুলিশ ও মামলার ষূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামের বাসিন্দা অন্তেহরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ১৫ মে বিদ্যালয় ছুটির পর অপহরণ করে নিয়ে উপজেলার টেংরা ইউনিয়নের আবদা গ্রামে বসবাসকারী অজিত বৈদ্যের ছেলে দুই সন্তানের জনক কাজল বৈদ্য (২৫)। ওই ছাত্রীকে উদ্ধারে রাজনগর থানার উপপরির্দশক (এসআই) আজিজুর রহমান বিভিন্ন স্থানে অভিযান চালনা। পরে গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে ঢাকা যাওয়ার পথে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী কাজল বৈদ্যকে গ্রেফতার করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাবুল দাস রাজনগর থানায় কাজল বেদ্য ও তার মামাত ভাই অন্তেহরি গ্রামের রায়মনি বৈদ্যের ছেলে রুবেল বৈদ্যকে (২০) আসামী করে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা (নং-২৫) করেন।
এদিকে একটি সূত্র জানিয়েছে, অন্তেহরি গ্রামে কাজল বৈদ্যের মামারবাড়ি থাকার সুবাদে সে প্রায়ই সেখানে যাতায়াত করতো। এসময় সে ওই ছাত্রীকে প্রেম নিবেদন করতো। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই ছাত্রী জানিয়েছে, কাজলের সঙ্গে তার প্রেমেরে সম্পর্ক ছিল না। ওইদিন স্কুল থেকে যাওয়ার পথে কাজল তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমনা বলেন, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারী কাজল বৈদ্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com