রাজনগরে অবকাঠামো উন্নয়নে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে

August 6, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার  সংসদ সদস্য “সৈয়দা সায়রা মহসিন” এর প্রচেষ্টায় রাজনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রাজনগর উপজেলায় প্রায় ১৭ কোটি টাকার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চলতি অর্থবছরে উপজেলার বিভন্ন এলাকায় এসব কয়েকটি প্রকল্পের মাধ্যমে এসব কাজ শুরু হয়েছে। এর আগে গত অর্থ বছরেও প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থবছরে রাজনগর উপজেলার প্রায় ৩ কোটি টাকা ব্যয় ৩ থলা মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ কাজ চলছে। ভবনের পাইলিং শেষে গ্যাড ভিম ঢালাই করা হচ্ছে। ৯২ লাখ টাকা ব্যয়ে কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা শুরু হচ্ছে। উপজেলার ফতেহপুর, মুন্সিবাজার, মনসুরনগর ও পাঁচগাঁও ইউনিয়নে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজের অনুমোদন পাওয়া গেছে। এতে ৪ কোটি টাকারও বেশি ব্যয় হবে। এছাড়াও ৪ কিলোমিটার পাকা সড়ক মেরামতের অনুমোদন রয়েছে। এতে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয় হবে। এদিকে একই সময়ে রোরাল একসেস রোট ইমপ্রোভমেন্ট প্রজেক্টের (আরএআরআইপি) আওতায় উপজেলার কামারচাক, পাঁচগঁও ও রাজনগর সদর ইউনিয়নের ৩ কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে। এতে এলজিইডির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। এছাড়াও আরো সাড়ে ৩ কোটি টাকার সড়ক মেরামতের প্রস্তাব করা হয়েছে। অনুমোদন হয়ে গেলেই এর কাজ শুরু হবে। এদিকে গত অর্থবছরে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নতুর সড়ক নির্মাণ সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বড়ধরনের ও প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ওই অর্থবছরে ১ কোটি ২ লাখ টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম বলেন, কৃষিপণ্য পরিবহনে ও বাজারজাতকরণে সুবিধা বৃদ্ধিকরণ, পণ্য পরিবহন ব্যয় ও সময় হ্রাসকরণ, কর্মহীনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ এবং সর্বোপরি গ্রামীণ জনগণের জীবনমান বৃদ্ধিসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে পারে। রাজনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন বলেন, চলতি অর্থবছরে প্রায় ১৭ কোটি টাকা কাজ শুরু হচ্ছে। অর্থবছরের মাঝামঝি আরো বরাদ্দ আসবে। বিদ্যালয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোও মেরামতেম বরাদ্দ আমরা পেয়ে যাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com