রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গাড়ি আটক

September 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার বালু মহালগুলো থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সরকারি দলের লোকদের নেতৃত্বে এসব মহাল থেকে প্রতিদিনই উত্তোলন করা হচ্ছে বালু। এদিকে ১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালামুহা ছড়ার বালু উত্তোলন করার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও একটি বালু বোঝাই গাড়ি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই মো. রাজিব বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন।

সূত্র জানায়, বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল বালু উত্তোলনের খবর পেয়ে কালামুহা ছড়ায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু বোঝাই ট্রাক (নং-সিলেট ড-১১-২১৮৫) ও একটি প্রভোক্স প্রাইভেটকার (ঢাকা খ-১২-৩৩২৬) ফেলে চালকসহ ১০-১২ জন পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানের চাচাতো ভাই খালেদ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় ওঠে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহ খালেদ বালু মহালটি বৈধ ইজারায় এনেছেন বলে এলাকাবাসীকে বলে আসছিলেন। ডিবি পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় এ নিয়ে খালেদের সঙ্গে এলাকাবাসীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।  এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে না ব্যবহৃত গাড়ির দাম ।

এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই মো. রাজিব বাদী হয়ে শাহ খালেদসহ ১২ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (নং-১, তাং-২/৯/২১) করেছেন। আটক গাড়িগুলো জব্দ দেখানো হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা গাড়ি দুটি থানায় রয়েছে। মামলাটি ডিবি পুলিশের ওসি তদন্ত করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, বালু মহাল নিয়ে আদালতে রিট ছিল। সম্প্রতি বিভিন্ন প্রক্রিয়ার পর ইজারা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসন শিল্প মন্ত্রণালয় থেকে অনুমতি চেয়েছে জেনেছি। অনুমতি পেলে বালু মহালগুলো ইজারাদারদের বুঝিয়ে দেয়া হবে। তার আগ পর্যন্ত এসব মহাল থেকে বালু তোলা অবৈধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com