রাজনগরে আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ৭ই মার্চ পালিত
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, এবং তাতীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষন ইউনেস্কোর বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল ৭মার্চ রোজ বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি, কৃষকলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, মনসুরনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু মিয়া, কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বসারত আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাতীলীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ৭ই মার্চের ভাষনের উপর রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ জমির আলী, মানিক লাল গোস্বামী, মৌলানা আব্দুল করিম, শংকর দুলাল দেব প্রমুখ।
মন্তব্য করুন