রাজনগরে আচরণবিধি লঙ্ঘন, ৪ প্রার্থীকে জরিমানা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৪ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থীদেরকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে মনসুরনগর, মুন্সিবাজার ও টেংরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আচরণবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা করতে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী ছালেক মিয়াকে (নৌকা) ১০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী রাহেল হোসেনকে (মোটরসাইকেল) ৫ হাজার টাকা, মনসুরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরকে (চশমা) ১০ হাজার টাকা ও টেংরা ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
মন্তব্য করুন