রাজনগরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত
শংকর দুলাল দেব : মৌলভীবাজারের রাজনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত দিবসের কার্যক্রম শুরু হয়।
৯ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় রাজনগর উপজেলা পরিষদ প্রঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তীতে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্ উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ জিল্লুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দুলাল দেবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমা তুজ জহুরা, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মোঃ নিয়ামত উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাশ, উপজেলা যু উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ সাংবাদিক আহমেদুর রহমান ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী হাসান সজীব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মীবৃন্দ।
মন্তব্য করুন