রাজনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং ”জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সরকারী কর্মকর্তা-কর্মচারী নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা গনমাধ্যম কর্মী, নারী ও পেশা জীবি সংঘঠনসহ সক্রিয় নাগরিক সমাজ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের অংশ গ্রহনে ৯ ডিসেম্বর শবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ আছকির খাঁন। রাজনগর রাজনগর কলেজের প্রভাষক শাহানারা রুবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান,মোছামাৎ ডলি বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনেআরা তালুকদার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্ত্রী। ও রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ। উক্ত অনুষ্টানে ”জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজে বিভিন্ন বিষয়ে অসামান্য অবদান রাখায় চারজন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরা হলেন নার্গিস আক্তার, স্বপনা বেগম, সামিনা আক্তার ও হাসনা বেগম মনি ।
মন্তব্য করুন