রাজনগরে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার ২৭ মার্চ দুপুরে আত্মসমর্পন করে জামিন নিতে নিম্ন আদালতে গেলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার এজহার ও কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে সসস্ত্র হামলার অভিযোগ উঠে।
এঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত ১৩ জানুয়ারী টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খান সহ ৭ জনের নাম উল্ল্যেখ ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের নামে রাজনগর থানায় মামলা (নং ১১/২০২২) দায়ের করেন। পরে উচ্চ আদালত থেকে তাদেরকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। ২৭ মার্চ রবিবার দুপুরে জামিনের জন্য টিপু খান, তার ভাই দিপু খান ও আলাউর মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্থন ও জামিন আবেদন করেন। এসময় আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক দিপঙ্কর বলেন, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন