রাজনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

November 20, 2016,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাদক ব্যবসায় বাধা দেয়ায় পাঁচগাঁও ইউনিয়নের সদস্য জুবেল আহমদ রাসেলের বিরোদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
২০ নভেম্বের রোববার দুপুরে উপজেলার স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংকাদিকদের উপস্থিতিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে এলাকাবাসীর পক্ষে রফিক মিয়ার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন কামরুল ইসলাম।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচগাঁও ইউনিয়নের দুগাও গ্রামের ইউপি সদস্য জুবেল আহমদ বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধী একই গ্রামের জহির আহমদ সেবুল পরাজিত হন। নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকে চলা বিরোধ অব্যাহত থাকে।
২ অক্টোবর রাতে এলাকায় দুই পক্ষ রাস্থা নিয়ে আবারো বিরোধে জড়িয়ে পড়ে। এর এক সপ্তাহ পর খেলার মাঠে গর্তকরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিষয়টি আপস মিমাংসা করার জন্য ইউপি সদস্য জুবেল আহমদ রাসেল উদ্যোগ নেন। এলাকাবাসী দাবী করেন, তার নির্বাচনী প্রতিপক্ষ জহির আহমদ সেবুলের ইন্দনে বিষয় গুলোর সমাধানে বাঁধাগ্রস্ত করে বিভিন্ন মামলায় ইউপি সদস্য জুবেল আহমদ রাসেলকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আসামী করা হয়েছে। সম্প্রতি ইউপি সদস্যকে আসামীকে করে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। তাই আমরা এলাকাবাসী ইউপি সমস্য জুবেল আহমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানাই। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. রফকুল ইসলাম, ফারুক মিয়া, কমরু মিয়া, সিরাজ মিয়া, জরিফ মিয়া প্রমুখ।
এ ব্যাপারে জানতে জহির আহমদ সেবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com