রাজনগরে উপজেলা চেয়ারম্যানের অনিয়মের তদন্ত শুরু

July 26, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাথারণ সম্পাদক মো. আছকির খানের বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আজম খান অনাস্থা প্রদানকারী দুই ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের বক্তব্য গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আছকির খানের বিরুদ্ধে ১২টিরও বেশি অনিয়ম-দূর্নিতীর অভিযোগ এনে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে ১৯ জুন তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের অনাস্থা প্রস্থাব দেন। এর প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যানকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়। উপজেলা চেয়ারম্যানের দাখিলকৃত জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় উপজেলা পরিষদ (সংশোধিত) আইন-২০১১ এর ৬ ধারামতে স্মারক নং-০৫.৪৬.০০০০.০০২.২৭.০০১.১৬.১৬০ তদন্ত করার জন্য পত্র দেয়া হয়। মঙ্গলবার বিকাল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই ভাইস চেয়ারম্যান, ৭ইউপি চেয়ারম্যা ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা তদন্ত চলে। এসময় তদন্ত কর্মকর্তা সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আজম খান সংশ্লিষ্টদের বক্তব্য শুনেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দে বিগত সমন্বয়সভা ও পরিষদের বাজেট সভা হয়নি। এছাড়াও বিভিন্ন সভায় উভয়পক্ষ না আসায় পরিষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আটকে আছে বিভিন্ন মিটিং ও কাজ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুই ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দেয়া অনাস্থা প্রস্থাবের জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় অতিরিক্তি বিভাগীয় কমিশনার (সার্বিক) স্যার তদন্ত করেছেন। সংশ্লিষ্ট সকলেই এসময় উপস্থিত ছিলেন।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান বলেন, তদন্তের প্রথম দিনে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ এবং তাদের নিজ নিজ পক্ষের ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা সমীচীন হবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com