রাজনগরে এক রাতে দুই ট্রান্সফরমার চুরি

September 23, 2017,

ওমর ফারুক নাঈম॥ রাজনগর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর গভীর রাতে পল্লী বিদ্যুৎ সমিতির ২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এলাকাবাসী জানান এর আগেও দুবার ওই ট্রান্সফরমা দুটি চুরি হয়। ঘন ঘন চুর হওয়াতে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। জানাযায়, চুর আতংকে উপজেলার অন্যান্য এলাকার লোকেরা রাত জেগে ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে পল্লী বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে চুররা পশ্চিম ও পূর্ব গোবিন্দপুর এলাকা থেকে ২টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। পরের দিন শুক্রবার সকালে কামারচাক ইউনিয়ন পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লোকেরা এসে চোরি হওয়া ট্রান্সফরমার দুটি পরিদর্শন করেন।
ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, এলাকার হতদরিদ্র মানুষকে জিম্মি করে কতিপয় লোক পরিকল্পিত ভাবে কয়েক দিন পর পর এভাবে ট্রান্সফরমার চুরি করছে।
রাজনগর সাব-জোনাল পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিণিয়ার শহিদুল ইসলাম বলেন, শুনেছি ২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। তবে এই চুরির সাথে জড়িতের নাম বাহির করা এখন সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com