রাজনগরে এসএসসি পরীক্ষার ফল জানতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার শেলীনা বেগম (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ পায়নি পুলিশ। এব্যাপারে ওই ছাত্রীর বাবা রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রির সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের কেওলা গ্রামের আব্দুর রব মিয়ার মেয়ে শেলীনা বেগম (১৭) পাঁচগাও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
৪ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখে ফলাফল জানার জন্য বিদ্যালয়ে যায়। দুপুরে বাড়ি থেকে বিদ্যালয়ে গেলেও সন্ধ্যা পর্যন্ত সে আর বাড়িতে ফেরেনি। পরে সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ে যোগাযোগ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সে ফল জেনে বাড়িতে চলে গেছে। কিন্তু সে বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে তাকে খুঁজা খুঁজি করা হয়। এতে তার কোন সন্ধ্যান না পাওয়ায় পরদিন ৫ মে রাজনগর থানায় শেলীনা বেগমের পিতা আব্দুর রব একটি সাধারণ ডায়রি (নং-২৬০) করেন। ওই ছাত্রী নিখোঁজের ৬দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি।
এদিকে একটি সূত্র জানিয়েছে, শেলীনা বেগমের প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকার এক সনাতন ধর্মালম্বী ছেলের সঙ্গে। সে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে থাকতে পারে। তবে, পুলিশ তাকে উদ্ধার করতে না পারায় পরিবার রয়েছে উদ্বেগ উৎকন্ঠায়।
তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দীন বলেন, মেয়ের বাবা থানায় বলেছে তার মেয়ে কারো সাথে পালিয়ে গেছে। জিডির তদন্ত চলছে। আশা করা যায় দু’একদিনের মধ্যে সন্ধান পেয়ে যাব।
মন্তব্য করুন