রাজনগরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নজরুল ইসলাম মুহিব॥ তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের বালকদের নিয়ে “কাবাডি প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি বুধবার রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয়, চৌধুরী আছিয়া রহমান একাডেমি, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় ও মহলাল উচ্চ বিদ্যালয়ের বালকদের নিয়ে গঠিত ৪টি কাবাডি দল অংশগ্রহণ করে। কদমহাটা উচ্চ বিদ্যালয় এবং মহলাল উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলায় কদমহাটা উচ্চ বিদ্যালয় মহলাল উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে ৪৮-১৮ পয়েন্টের ব্যবধ্যানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডি খেলা পরিচালনা করেন জেলা কাবাডি কোচ ও রেফারী মোঃ ফয়জুর রহমান মনা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের পুরস্কার ও ট্রফি বিতরন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা শাখা ও কদমহাটা উচ্চ বিদ্যায়ের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান,চৌধুরী আছিয়া রহমান একাডেমির সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ গোলাম কিবরিয়া মিলন। জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব শিপন আলী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, মহিউদ্দিন সরকার, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ ও কদমহাটা এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন