রাজনগরে কোভিড-১৯ এর প্রথম টিকা নিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখ্ত
শংকর দুলাল দেব॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারের রাজনগরে কোভিড-১৯ এর প্রথম টিকা নিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউ.পি চেয়ারম্যান মিলন বখ্ত। ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্থাপিত টিকা কেন্দ্রে তাকে প্রথম টিকা প্রদানের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সারা দেশের ন্যায় রাজনগরে কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্থাপিত টিকা কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউ.পি চেয়ারম্যান মিলন বখ্তকে প্রথম টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বর্ণালী দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মুন্সীবাজার ইউ.পি চেয়ারম্যান ছালেক আহমদ, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী পারভীন বখ্ত, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
৬ ফেব্রুয়ারী রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ৩৫০ বায়েল অর্থাৎ সাড়ে ৩ হাজার ডোজ ভ্যাকসিন প্রেরণ করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোল্ড চেইন রুমের আইএলআর এ সঠিক তাপমাত্রায় তা সংরক্ষণ করা হয়। গত ৭ তারিখ পর্যন্ত উপজেলার মোট ৩৬৪ জন কোভিড-১৯ এর টিকা গ্রহনেচ্ছু ব্যক্তিবর্গ রেজিষ্ট্রেশন করেন। জানাযায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত টিকা কেন্দ্রে প্রতিদিন ৩শ জনকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একসাথে ১০জন করে প্রতিদিন ৩শ জনকে এ টিকা প্রদান করা হবে।
মন্তব্য করুন