রাজনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৩-২৪ অর্থবছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে উফশী আউস ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (রাজনগর-মৌলভীবাজার সদর) ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এমপি। ২৫ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল -আমিন। ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও কামারচাক ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা শুনিল দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ জিল্লুর রহমান এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। রাজানগর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরজান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক প্রচার সম্পাদক সাদিকুর রহমান ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল আহমদ প্রমুখ। এদিকে সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকের আবেদনের প্রেক্ষিতে সরকারের ভর্তুকি দেওয়া উন্নত মানের ধান কাটা মাড়াইয়ের সাতটি হার্ভেস্টার মেশিন কৃষকের কাছে হস্তান্তর করেন এমপি জিল্লুর রহমান।
মন্তব্য করুন