রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায়, দরিদ্র ও মেধাবী ২১৮ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় পাঁচটি শ্রেণীতে সর্বমোট ৩ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। বুধবার ২৯ জুন বিকেল সাড়ে ৪ টায় রাজনগরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না এসব শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকা তুলেদেন।
এছাড়া উপজেলার ২০ জন পান চাষীর মাঝে ১ লক্ষ টাকার অনুদান, ১২ জনকে সেলাই মেশিন ও ৬০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদপত্র দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান জিতু মিয়া প্রমুখ।
মন্তব্য করুন