রাজনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

March 17, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাজনগর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ মার্চ কলেজ পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা আহবায়ক কমিটির সদস্য  আসরাফুজ্জামান খান নাহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান। বিএনপি নেতা আব্দুস সালাম উজ্জলের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদসা, মুহিতুর রহমান হেলাল, বাবু স্বাগত কিশোর দাস, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবর ও  উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন।  বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সাবেক প্রচার সম্পাদক জগলু তরফদার, উপজেলা  জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাবুদ্দিন আহমদ, কৃষকদলনেতা মোনায়েম কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের দেড় হাজার নেতাকর্মী ও সমর্থক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com