রাজনগরে গনহত্যা দিবস পালিত

May 8, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার পাঁচগাওয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে।
৭ মে রবিবার উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও পাঁচগাও শহীদ ও নির্যাতিত পরিবারের আয়োজনে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর কর্তৃক পাঁচগাও গ্রামে বর্বরোচিত গনহত্যায় নিহত শহীদদের স্বরণে এবার প্রথম বারের মত পাঁচগাও বধ্যভূমিতে পালিত হয় এ দিবস। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক ) আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সজল কুমার চক্রবর্তী , সাবেক ইউপি চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জু। অনুপ দাস ও আহাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন,পাচগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আমিন ভুইয়া,  শহীদ পরিবারের সন্তান শ্রীমতী উমা দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com