রাজনগরে গাঁয়ের মাঠে ফুটবল খেলা

February 18, 2017,

রাজনগর প্রতিনিধি॥ জনপ্রিয় খেলা ফুটবল। নবান্নের উৎসবের পরপর গ্রামিন জনপদের খালি মাঠে জমে উঠতো ফুটবল খেলা। কালের বির্বতনে আমাদের অনেক ঐতিহ্য-ই হারিয়ে যাচ্ছে। গাঁয়ের মাঠে আর আগের মতো সচরাচর জমে উঠে না ঐতিহ্যের খেলাধুলা। নগরায়নের ফলে মানুষ গাঁয়ের মায়া মমতা অনেকটা ছিন্ন করছে। উদ্যোগ নিলে অনেক কিছু হয় এমনটাই প্রমান করলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহ¯্র এলাকার মুড়াউড়া গ্রামের তরুণ যুবকরা। তাদের আয়োজনে ১৮ ফেব্রুয়ারী শনিবার এলাকার জনপ্রতিনিধি নুরুল ইসলাম প্যানেল চেয়ারম্যান আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশনেয় উপজেলার টেংরা বাজারের নয়াদিগন্ত যুবসংঘ ফুটবল দল বনাম এস এল বেঙ্গল টাইগার বড়গাঁও ফুটবলদল এ দু’দলের খেলার মাধ্যমে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় মুড়াউড়া গায়েঁর মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান।
প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি সভায় এ সময় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, ইউপি চেয়ারম্যান মিলন বখত, ছাদিকুর রহমান প্রমুখ।
এ ফুটবল টুর্নামেন্টে শুধুমাত্র রাজনগর উপজেলা ৮টি দল অংশগ্রহণ কররেছে। গতকাল প্রথম দিনের খেলায় এস এল বেঙ্গল টাইগার বড়গাঁও ফুটবল দল টেংরা বাজারের নয়াদিগন্ত যুবসংঘ ফুটবল দলকে ১ গোলে হারিয়েছে। প্রথমার্ধের শেষ সময়ে ৪ নং জার্সি পরিহিত খালেদ গোল করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com