রাজনগরে গৃহবধু খুনের ঘটনায় গ্রেফতারকৃতরা ১০দিনের রিমান্ডে

June 18, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার তাহারলামু গ্রামের গৃহবধু বাবলী আক্তার (২৭)  খুনরে ঘটনায়  নিহতের শাশুড়ী, জ্যা, ননড়ী সহ পাচ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে রিমান্ডের ১ম দিনেই গ্রেফতারকৃতরা পুলিশের কাছে খুনের আংশিক দায় স্বীকার করেছে এবং নিহতরে জ্যার সাথে পাশের বাড়ির দেবর তুহিন মিয়ার সাথে অবৈধ সম্পর্কের বিষয়  ছাড়াও পরিবারের অজান্তে নিহত বাবলী ও তার স্বামীর ব্যাংক একাউন্টে ৩২ লাখ টাকা জমা রাখা বিষয়সহ বেরিয়ে আসছে ঘটনার নেপত্যে  নানান চাঞ্চল্যকর তথ্য। নিহতের দুলা ভাই বাদী হয়ে রাজনগর থানায় মামলা হয়েছে।  মামলা নং ২১ তাং ১৬/৬। এ দিকে ময়না তদন্তের পর নিহতরে লাশ বাপের বাড়ি দাফন করা হয়েছে। থোজ নিয়ে যানাযায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার মলি¬ক সরাই গ্রামের হাজী আয়াছ মিয়ার  মেয়ে বাবলী আক্তারের ২০১০ সালে বিয়ে হয় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহার লামু গ্রামের মরহুম মনির মিয়ার ছেলে সৌদীআরব প্রবাসী ছুরুক মিয়ার সাথে। বিয়ের পর তাদের ঘরে ২টি সন্তান জন্ম নেয় একটির বয়স ৫ বছর, অন্যটির বয়স ১১মাস। পুলিশের প্রাথমিক তদন্ত সুত্রে যানাযায় নিহত গৃহবধু স্বামী ছুরুক মিয়া পরিবারের অজান্তে নিহত স্থ্রী বাবলী এবং নিজের  সাইথইষ্ট ব্যাংক মৌলভীবাজার শাখায় ও ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় পৃথক গৃথক একাউন্টে ৩২ লাখ টাকা জমা রাখেন। বিষয়টি জানাজানি হলে বাবলী সাথে পরবিারের বিরোধের সুচনা হয় এক পর্যায়ে  বাবলীর ননড়ী মিলন বেগম (২৭) বাবলীর আলমারীরর জ্রয়ার ভেংগে ব্যাংকের কাগজপত্র নিয়ে নেয়। এবং তাকে নির্যাতন করে । এছাড়া পাশের বাড়ির দেবর তুহিন মিয়ার সাথে জ্যাা রুমা বেগমের অবৈধ সম্পর্ক বিষয়টিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জানাযায় নিহত বাবলীর জ্যা রুনা বেগম প্রাযই পাশেব বাড়িরর দেবর তুহিন মিয়ার সাথে দৈহিক মেলামেশা করত । একদিন বাবলী তাদের কুকর্ম দেখে ফেলে। ঘটনাটি সকলের মধ্যে জানাযানি হয়ে যাবার ভয়ে বাবলীর সাথে ঝগড়া হয়  জ্যা রুমা বেগমের। এমনকি জ্যা রুমা বাবলীকে মেরে ফেলার হুমকি দেয়। ঘরের শাশুুরী, জ্যা, ননদ ও ননড়ীর একাদিকবার  নির্যাতনের স্বীকার হয়েছেন বাবলী আকতার। সময় সময় নির্যাতনরে কাহিনী সৌদী আরব প্রবাসী  ছুরুক মিয়াকে জানাতেন তিনি। এবং বাপের বাড়ি চলে যেতেন। পুলিশ ধারনা করছে অবৈধ মেলামেশা দেখে ফেলা বা টাকাকড়িসহ সব মিলিয়ে পরিবারের মধ্যে বাবলী বিরোধী একটি সেন্ডিক্রেট তৈরী হয় এবং তাদের দ্বারাই খুন হতে পারেন বাবলী।  এ ঘটনায় নিহতের দুলাভাই হারুন মিয়া বাদী হয়ে রাজনগর থানায় মামলা হয়েছে মামলা নং ২১ তারিখ ১৬/৬/২০১৭। মামলার এজাহারে ৬জনের নাম উলে¬খ করা হয়েছে এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে  শ্বাশুড়ি মাখন বিবি (৫৫), ননড়ী মিলন বেগম (৩০) নিহতের জ্যা রুমা বেগম (২৮) পাশের বাড়িরর দেবর তুহিন মিয়া (৩০) ও লেছু মিয়া। উলে¬খ্য  ১৬ জুন শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাশুড়ি মাখন বিবি (৫৫) ঘুম থেকে উঠে ঘরের বাইরে গেলে ঘরের সামনেই পুত্রবধূ বাবলী আক্তারের রক্তাক্ত নিতর দেহ পরে থাকতে দেখেন । খবর পেয়ে এ.এস.পি (সার্কেল) মোঃ সাইফুল্লাহ ও  রাজনগর থানার ওসি শ্যামল বণিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ইনভেষ্টিগেশনের সদস্যরাও ঘটনাস্থলে যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে । নিহতের শাশুরি, জ্যা ননড়ী (স্বামীর বড় বোন) ও ননদ (স্বামীর ছোট বোন) সহ বেশ কয়েকজনকে জিঞ্জাসা বাদের জন্য থানায় নিয়ে আসে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com