রাজনগরে চাকুরী জাতীয়করনের দাবীতে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি

January 22, 2018,

আউয়াল কালাম বেগ॥ সারা দেশের ন্যায় রাজনগরে চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা  কর্মবিরতি পালন করছে। রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার ২০ জানুয়ারি  সকাল থেকে সোমবার পর্যন্ত চলবে। তাদের কর্মবিরতির ফলে গ্রামীণ জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমজদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সমিরণ কুমার দেব, সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন, অর্থ সম্পাদক স্বপন কুমার পাল, মিতালি পাল, রুমি রানি দাস, মিঠুন  ভৌমিক, শান্ত দেব, প্রমুখ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ কর্মকর্তা বর্ণালী দাশ বলেন আমাদের স্বাস্খ্য কমপ্লেক্সের লোককন দিয়ে সেবা দেয়া  ডিজিটাল স্বাস্থ্য খাতের আমুল পরিবর্তনে অগ্রণী ভূমিকা থাকায় কর্তৃপক্ষ স্বেচ্ছায় ২০১৩ হচ্ছে। সালে আমাদের চাকুরীর রাজস্বখাতে অন্তর্ভূক্ত করণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঘোষণার ৫ বছর অতিবাহিত হলেও বাস্তবায়িত হয়নি এখনো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পযর্ন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। ৩১ জানুয়ারীর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামি ১লা ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com