রাজনগরে চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাই উদ্বেগ জনক হারে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে ১৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন করা হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক ফুয়াদ আহমদ মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, রাজনগর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রধান অধ্যাপক শাহানারা রুবি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, কোষাধ্যক্ষ সাংবাদিক ফরহাদ হোসেন, সাংবাদিক সৈয়দ ফুয়াদ হোসেন,সাংবাদিক কামরুল আহমদ, সাংবাদিক শেখ মুজাহিদুল ইসলাম, তাতী লীগের যুগ্ন আহ্বায়ক শাহ তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, যুবলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম ময়নু,সাইদুর হক পিপলু, সচেতন নাগরিক শহিদুল ইসলাম, আরিফুল হক চৌধুরী, আবুবকর, মামুন বকস, টিপু আহমদ, শামসুল ইসলাম,ফয়ছল আহমদ, ইসমাইল হোসেন, আতিক আহমেদ, মারুফ খান, বেলাল চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে রাজনগরে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ কিছু ডাকাতকে আটক করলেও ডাকাত আতঙ্কে ভূগছেন সাধারণ মানুষ। বিশেষ করে উপজেলার সকল ইউনিয়নে প্রতিদিন গরু চুরির ঘটনা ঘটছে। চুরি হচ্ছে সিএনজি মোটারসাইকেল। সাধারণ মানুষের পরিবারের অবলম্বন গুলো চুরি যাওয়াতে তারা মানবেতর জীবন যাপন করছে। এ থেকে পরিত্রান চান রাজনগরের সাধারণ মানুষ।
মন্তব্য করুন