রাজনগরে ছাত্রলীগের দু‘গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

January 9, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু‘গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রোববার ৮ জানুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবসের অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ মৌলভীবাজার যাওয়ার সময় কলেজ পয়েন্ট এলাকায় তার কর্মীদের সাথে সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ গ্রুপের কর্মী লিসান আহমদের কথা কাটাকাটি হয়। এসময় লিসান আহমদকে মারধর করা হয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত ৮ জানুয়ারী  রোববার রাতে সাবেক সাধারণ সম্পাদক গ্রুপের কয়েকজন কর্মী কলেজ পয়েন্ট এলাকায় গিয়ে সাবেক আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি গ্রুপের কয়েকজন কর্মীকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ পিছু হটে। এক পর্যায়ে রুবেল আহমদের কর্মীরা গোবিন্দবার্টী বাজারে ছাত্রলীগের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাম্মু, ও সঞ্জিত দেবের দোকানের সাটারের ক্ষতি সাধন করে। পরে আবারো রুবেল আহমদ তার কর্মীদের নিয়ে কলেজ পয়েন্ট এলাকায় গিয়ে ফৌজি গ্রুপের কর্মীদের ধাওয়া করে। এতে উভয় গ্রুপের বিচ্ছিন্ন সংঘর্ষে রুবেল গ্রুপের ইকবাল খান নামের এক কর্মী আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।   ঘটনার সময় পুলিশ লঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। এ সময় ৪-৫ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ বলেন, আমার কর্মীদের হামলার চেষ্টা হয়েছে শুনে ঘটনাস্থলে যাই। সেখানে তারা আমার উপর হামলার চেষ্টা করে। পরে আমার কর্মীরা তাদের আক্রমণ প্রতিহত করে।

সাবেক আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি বলেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল সাম্মু ও সঞ্জিত দেবের দোকান ভাংচুর করা হয়েছে। এ ঘটনার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। এক যুবলীগ নেতার ইশারায় তার ইউনিয়নের লোকজন এ হামলা চালিয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ উভয় পক্ষকে সড়িয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com