রাজনগরে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

June 4, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মুলে ঐক্যবদ্ধ হওয়া জনমত গঠনে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনগরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়  নির্বাচিত জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা গন্যমান্য ব্যাক্তিবর্গ সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সদস্যবৃন্দ এবং সকল কলেজ মাদ্রাসা,মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন,  ব্যবসায়ী শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহন করেন।
রাজনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানাযায়, সাম্প্রতিককালে রাজনগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদকের অপতৎপরতা বৃদ্ধি সহ রাজনগরের কিছু বিপথগামীর জঙ্গি কানেকশন লক্ষনীয় হওয়ায় জনসচেতনতা অতি প্রয়োজনীয় হয়ে পড়ে। এ উপলব্ধি থেকে উপজেলা প্রশাসন রাজনগরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে গত ৪ জুন রোববার সকাল ১১ টায় রাজনগরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান, রাজনগর থানার ওসি শ্যামল বণিক, রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলানা মুফাজ্জণ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল সহ ৮ই ইউপি চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন- রাজনগর প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থীদের অভিভাবক, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।


সম্প্রতি রাজনগরের সন্ত্রাস, মাদক ও দেশে বিরাজমান বিচ্ছিন্ন জঙ্গি তৎপরতায় রাজনগরে এর প্রভাব সম্পর্কিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণির মানুষের বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন- এ সমস্থ অপতৎপরতা প্রতিরোধ করতে হলে প্রাথমিকভাবে মা-বাবা সহ প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে নিজ পরিবারের ছেলে-মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সমাজপতি সকলকে এ ব্যাপারে সজাগ দৃষ্ঠি রাখতে তিনি আহ্বান জানান্
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন, মা-বাবা এমনকি পরিবারের পাশাপাশি সমাজের সর্বস্তরের ব্যাক্তিবর্গকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গি তৎপরতা নির্মূল করে সমাজ তথা দেশে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। উপজেলা মাধ্যমিক র্কমকর্তা মৌলুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস হোসনে আরা তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সোনাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কাঞ্চন দাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com