(ভিডিওসহ) রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের কারণে যুবককে কুপিয়ে হত্যা
শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগরে আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৭ নভেম্বর বুধবার রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা চাঁদভাগ গ্রামের তাজুল ইসলামকেও গুরুতর আহত করে ওই দুর্বৃত্তরা। নিহত আবদুল মালিক উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার পর আহত তাজুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালিক। এডভোকেট মন্টুর সাথে উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের কলা মিয়া নামক এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ এবং এসংক্রান্ত মামলা ছিল। কেয়ারটেকার আব্দুল মালিক এড মন্টুর ওই মামলার সাক্ষী ছিল। এ বিরোধের জেরে ১৭ নভেম্বর বুধবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত মালিক ও তার সাথে থাকা তাজুল ইসলামের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালিক মারা যান। গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর রাজনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, এডভোকেট আব্দুর রকিব মন্টু’র সাথে জমি নিয়ে বিরোধের জেরে অপর পক্ষ এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউপি সদস্য জুয়েল আহমদ বলেন, এডভোকেট আব্দুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের নিজগাঁও এলাকায় জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের বলি হলো আমার চাচাতো ভাই আব্দুল মালিক।
এ ব্যাপারে সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু জানান, নিহত মালিক তার বাড়ি ও বিষয়-সম্পত্তি দেখাশুনা করতো। নিজগাঁও গ্রামের কলা মিয়া নামে এক ব্যক্তির সাথে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিষয় সম্পত্তি গ্রাস করার জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ এব্যাপারে তদন্ত করছে।
মন্তব্য করুন