রাজনগরে জাকাত ফাউন্ডেশনের উদ্যােগে চাউল বিতরণ

December 2, 2024,

আউয়াল কালাম বেগ : বিশ্ব মন্দা ও বাজারে দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধগতির ফলে গরীব মানুষের জীবন যাত্রা  নাভিশ্বাস হয়ে উঠছে। গরীব মানুষের  খাদ্যের  অভাব মিটাতে  জাকাত  ফাউন্ডেশ আমেরিকার পক্ষ থেকে  ১ লা ডিসেম্বর রোববার  রাজনগর  উপজেলার ম্যাথিউড়া  চা বাগান ও রাজনগর চা বাগানের চা শ্রমিক এবং  পাঁচগাও ইউনিয়নের গরীব  অসহায় মানুষের মাঝে প্রতিটি পরিবারকে ৬০ কেজি করে  ৩০০ টি পরিবারের মাঝে চাউল বিতরণ  করেছে। এসময় উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রশাসনিক কর্মকর্তা  মোহাম্মদ মাসুদ,২নং ওয়ার্ড ৬নং টেংরা ইউনিয়ন পরিষদ  মেম্বার  সৈত্য নারায়ন  নাইড়ু, মাথিউরা চা বাগানের সভাপতি জনাব সুগ্রীম গৌড়, স্থানীয় প্রশাসন এবং সংস্থার প্রতিনিধিবৃন্দ  এবং অন্যান্য  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com