রাজনগরে জিংক ধানের বৈশিষ্ট ও জিংকের উপকারীতা শীর্ষক কৃষক প্রশিক্ষণ

July 20, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে জিংক ধানের বৈশিষ্ট ও জিংকের উপকারীতা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। হারবেষ্টপ্লাস বাংলাদেশ এর সহায়তায় ও এগ্রিকালচারাল এডভাইজরি সোসাইটির(আস) উদ্যোগে এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজনগর এর কৃষি সম্পাসারণ কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপসেহকারী কৃষি অফিসার সিবাণী দেব, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ ও আস এর সমন্ময়কারী সুব্রত কুমার ঘোষ।

Pic-4
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার রাজনগর সদর ইউনিয়রেনর মাহাসহশ্র, রাজনগর, খাঁরপাড়া, পাঠানটুলা ৪টি গ্রামের ২৫ জন কৃষককে রোপা আমন মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ চাষ ও বীজ উৎপাদন এবং চাষী পর্যায়ে বিপননের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার উত্তরভাগ ইউনিয়নসহ দুই ইউনিয়নে মোট ১৬১ জন কৃষককে মধ্যে বীনামুল্যে বীজ বিতরণ, চাষসহ এ কর্মসুচির আওতায় আনা হয়েছে।

Pic-3
যেহেতু ব্রি-৬২ এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে সেহেতু কৃষক পর্যায়ে জিংক সমৃদ্ধ এ ধান ব্যাপক ভাবে সমম্প্রসারিত হলে মানুষের শরীরে জিংক এর ঘাটতি জনিত সকল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com