রাজনগরে জিংক ধানের বৈশিষ্ট ও জিংকের উপকারীতা শীর্ষক কৃষক প্রশিক্ষণ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে জিংক ধানের বৈশিষ্ট ও জিংকের উপকারীতা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। হারবেষ্টপ্লাস বাংলাদেশ এর সহায়তায় ও এগ্রিকালচারাল এডভাইজরি সোসাইটির(আস) উদ্যোগে এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজনগর এর কৃষি সম্পাসারণ কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপসেহকারী কৃষি অফিসার সিবাণী দেব, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ ও আস এর সমন্ময়কারী সুব্রত কুমার ঘোষ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার রাজনগর সদর ইউনিয়রেনর মাহাসহশ্র, রাজনগর, খাঁরপাড়া, পাঠানটুলা ৪টি গ্রামের ২৫ জন কৃষককে রোপা আমন মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ চাষ ও বীজ উৎপাদন এবং চাষী পর্যায়ে বিপননের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার উত্তরভাগ ইউনিয়নসহ দুই ইউনিয়নে মোট ১৬১ জন কৃষককে মধ্যে বীনামুল্যে বীজ বিতরণ, চাষসহ এ কর্মসুচির আওতায় আনা হয়েছে।
যেহেতু ব্রি-৬২ এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে সেহেতু কৃষক পর্যায়ে জিংক সমৃদ্ধ এ ধান ব্যাপক ভাবে সমম্প্রসারিত হলে মানুষের শরীরে জিংক এর ঘাটতি জনিত সকল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
মন্তব্য করুন