রাজনগরে জ্বরে একই পরিবারের ২ শিশুর মৃত্যু-শতাধিক শিশু আক্রান্ত এলাকায় আতঙ্ক

July 8, 2017,

বিশেষ প্রতিনিধি॥  রাজনগর উপজেলার আমিরপুর গ্রামে জ্বরে আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও ওই গ্রামের শতাধিক নারী শিশু জ¦রাক্রান্ত। এ দুই শিশুর মারা যাওয়ায় এলাকার মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, ৩ জুলাই সোমবার রাতে আমিরপুর গ্রামের রুকুব মিয়ার মেয়ে তামান্না আখতার (৯) এক সপ্তাহ জ¦রে ভোগে মৃত্যুবরণ করে। এর দুই দিন পর ৫ জুলাই বুধবার রুকুব মিয়ার বোন রুমা বেগম (১৩) জ¦রে আক্রন্ত হয়ে ৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়। এদিকে আমিরপুর গ্রামের কবরস্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় সদর ইউনিয়নের গড়গাও গ্রামে দাফন করা হয়েছে।
এদিকে আমিরপুর গ্রামের স্বপ্না বেগম (৩৫), তাকলিমা (৩), মন্টু মিয়া (৩৫), আব্দুল ওয়াহিদ (৩২), সুমনা বেগম (২০), ইমাম মিয়া (৬৫), লুৎফা আখতার (১৫) সুমা বেগমসহ (১৬) আমিরপুর গ্রামের অর্ধশত পরিবারের শতাধিক নারী শিশু, পূরুষ জ¦রাক্রান্ত। এ গ্রামের লোকজন পানি বিশুদ্ধকরণ টেবল্যাট পায়নি। অধিকাংশলোকজনই হাওরের পানি ব্যবহার করছেন।
এদিকে উত্তরভাগ ইউনিয়নের কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রেও নারী শিশুরা জ¦রাক্রান্ত হয়ে পড়েছে। কামালপুর, আমিরপুর, রক্তা, আমনপুর, সুরিখাল, কেশরপাড়া, ফতেহপুর, অন্তেহরি, বাঘমারা, কেউলা, ধুলিজুড়াসহ পানিবন্ধি গ্রামগুলোয় ভাইরাস জ¦র দেখা দিয়েছে। উপজেলার বন্যাপ্রবন এলাকায় ৫টি মেডিকেল টিম কাজ করছে। রুগিদের তাৎক্ষনিক প্যারাসিটামল, সেলাইনসহ প্রয়োজনীয় ঔষধ দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার শর্মা জানান, উত্তরভাগ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্রে বুধবার মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেখানে ১শ’রও অধিক লোকদের চিকিৎসা সেবা ঔষধ দেয়া হয়েছে। এছাড়াও আমিরপুর ও রক্তা গ্রামে মেডিকেল ক্যাম্প করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, আমিরপুর গ্রামের মেডিকেল টিম পাঠানো হচ্ছে। আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ পৌঁছে দেয়ার জন্য মেডিকেল টিমকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com