রাজনগরে টানাবর্ষণে আকস্মিক বন্যা, নিহত ১

June 1, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার রাজনগরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ সময় পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে ভেসে গিয়ে সৌরভ দেব (১০) নামে এক স্কুল পড়–য়া শিশু নিহত হয়েছে। টানা বর্ষণে উপজেলার শতাধিক বাড়িঘর কুষকের ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে।
রাজনগর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার ১জুন উপজেলার দত্তগ্রামের সুধা দেবের একমাত্র ছেলে দত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সৌরভ দেব (১০) সকাল সাড়ে ৯টার সময় বাড়ি থেকে বের হয়ে পূর্বদিকে ম্যাথিউড়া চাবাগানের রাস্থায় পানির স্্েরাতের হাটহাটি করার সময় স্্েরাতের তুড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সৌরভ পানির স্্েরাতে ভেসে যাচ্ছে দেখে তার ঠাকুমা (দাদী) চিৎকার দিয়ে তাকে রক্ষা করতে গিয়ে আর পাননি। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার ব্রিগেড ও রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরই মধ্যে এলাকার লোকজন জড়ো হয়ে প্রায় ৩ ঘন্টা খোঁজাখোঁজি করলে আনুমানিক ৫শ গজ দূরে আকালি নদীর নিকটবর্তী স্থানে সৌরভকে নিহত অবস্থায় পাওয়া যায়। মর্মান্তিক এ ঘটনায় নিহতের বাবা সুধা দেব গুরুতর অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, পানির স্রোতে ভেসে গিয়ে সৌরভ দেব নামে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। তবে এ বাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।
এদিকে টানা বর্ষণে রাজনগরের ৮টি ইউনিয়নের শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকের বুনা আউশ ফসল ও সবজি ফসলের মাঠ। সরেজমিনে উপজেলার উত্তরভাগ, ফতেহপুর ও পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বর্ষন ও পাহাড়ি ঢলে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও কৃষকের আউশ ফসলের মাঠ তলিয়ে গেছে। এছাড়াও বানিজ্যিক ভাবে চাষ করা  বিভিন্ন জাতের সবজির মাঠ পানিতে তলিয়ে গেছে। ফলে স্বপ্নের ফসল হারিয়ে হতাশ দরিদ্র কৃষককুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com