রাজনগরে টিলা কেটে ভরাট হচ্ছে শাহজালাল সার কারখানার আবাসিক জমি!
আউয়াল কালাম বেগ॥ রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের যুদুরগুল এলাকার খাসের টিলা কেটে ভরাট চলছে শাহজালাল সরকারখানার আবাসিক এলাকার জমি। কয়েকদিন থেকে বিশাল বিশাল টিলা কেটে মাটি নেয়া হচ্ছে কারখানার ‘কলাবাগান আবাসিক এলাকা’য়। কয়েকদিনে কয়েকশ ট্রাক মাটি কেটে নেয়া হয়েছে। এনিয়ে গত নম্বেভর মাসে বিভিন্ন সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তৎপর হওয়ায় টিলা কাটা বন্ধ থাকলেও এখন আবার শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরভাগ ইউনিয়নের ইন্দেশ্বর ভূমি অফিসের অধিনে এ ইউনিয়নের খাসমহল যাদুরগুল এলাকার জমি। যাদুরগুল খাস মহলে ২ হাজার একরেরও বেশি জমি সরকারের ‘ক’ খতিয়ান ভূক্ত। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লি.-র বেশিরভাগ জমি রাজনগর উপজেলার আওতাধীন। এ সার কারখানার আবাসিক এলাকার নিচু জমি ভরাটের জন্য কাটা হচ্ছে টিলার মাটি। ওই সময় আবাসিক এলাকার পার্শবর্তী ‘মুক্তিযোদ্ধা তাহের আলীর টিলা’ নামের টিলা কাটা হলেও এখন খাসমহল এলাকার ভিতরের টিলার মাটি কেটে নেয়া হয়। গত নভেম্বর মাসে এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এতে প্রশাসন তৎপর হলে কিছু দিন টিলা কাটা বন্ধ থাকে। কিন্তু এখন আবারো সর কারখানার আবাসিক এলাকা ভরাটের জন্য যাদুরগুল খাসের ১নংখতিয়ানের এসএ ১৫৭ ও আরএস ২ নং দাগের খাজুর মিয়ার বাড়ির পাশের ‘রহমান মাষ্টারের টিলা’ কেটে নেয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন টিলার মাটি স্থানীয় এক ব্যক্তি বিক্রি করেছেন।
১৬ জানুয়ারী মঙ্গলবার উত্তরভাগ ইউনিয়ন ভূমি অফিসের লোকজন টিলা কাটার স্থান পরিদর্শন করেন। এব্যাপারে বিস্তারিত প্রতিবেদন ইউএনও অফিসে জমা দেবেন। মামলাও করা হচ্ছে বলে ইউএনও অফিস সূত্রে জানা গেছে।
এদিকে সিলেট জেলা স্বেচ্ছা সেবকলীগের সহসভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ডিএম ফয়ছলের নামে টিলা কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। বিষয়টি জানতে তার মোবাইলে ফোন করা হলে তিনি বিষয়টি অস্বিকার করে বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে মানুষজন আমার নাম বলছে। এছাড়াও ওই এলাকার কয়েছ নামে এক ব্যক্তি টিলা কাটছেন বলে জানা গেছে। এব্যাপারে জানতে তার মোবাইলে ফোন করা হলে তিনি বিষয়টি অস্বিকার করে বলেন, আমি কেন টিলা কাটতে যাব? আমি এর সঙ্গে সংশ্লিষ্ট নই।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, আমরা ঘটনাস্থলে দুই দিন গিয়েছি। টিলাটি যার দখলে তিনি বলছেন না কারা মাটি কটে নিচ্ছে। এব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দিচ্ছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আমি বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফয়ছল নামে এক ব্যক্তি টিলার মাটি কাটাচ্ছেন বলে জেনেছি।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি আমি জেনেছি। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন