রাজনগরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

April 17, 2017,

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে কৃষিক্ষেত্রে সরকারের উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের ধারনা দিতে তিনদিন ব্যাপি ‘কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার ১৭ এপ্রিল সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। এর আগে সকাল ১০ টায় উপজেলা এক বর্ণাঢ্য র‌্যালি রাজনগরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com